আপনার ব্যবসার জন্য আপনি সুন্দর একটি নাম খুঁজছেন। অথবা সুন্দর একটি নাম ঠিক করেছেন। নাম Finalized করার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনার জানা থাকা বিশেষ প্রয়োজন। বিষয়গুলো জানা থাকলে ব্যবসার জন্য একটি Winning Name নির্বাচন করা আপনার জন্য অনেকখানি সহজ হয়ে যাবে এবং অনেক অনাকাঙ্ক্ষিত ঝামেলা ভবিষ্যতে এড়াতে পারবেন। 

আজকে আমি আপনাদেরকে জানাব ব্যবসার নাম ঠিক করার পূর্বে কি কি বিষয়ের প্রতি আপনার গুরুত্ব দেয়া উচিত। 

আপনি যতগুলো নাম ঠিক করলেন এর কোনটাই আপনার কাছে এখন উপযুক্ত মনে হচ্ছে না। আপনি হয়তো এখন ভাবছেন আপাতত একটি নাম দিয়ে ব্যবসাটা শুরু করি এবং পরবর্তীতে প্রয়োজন হলে পরিবর্তন করে ফেলব। 

আপনি একটি নতুন স্টার্ট আপ (Start Up) শুরু করতে যাচ্ছেন। প্রথম দিকে আপনার ব্যবসাটি আকারে ক্ষুদ্র হলেও ভবিষ্যতে ব্যবসা বড় হবে। আপনার শহরের বাইরে অন্য শহরে ব্যবসার প্রসার ঘটবে। সমগ্র বাংলাদেশে আপনার ব্যবসা ছড়িয়ে পড়তে পারে। এমনকি বাংলাদেশের বাইরে অন্য দেশেও আপনার ব্যবসা ছড়িয়ে পড়তে পারে। 

ব্যবসার সাফল্য অনেক ক্ষেত্রে তাঁর নামের উপর নির্ভর করে। Strong Branding এর জন্য You must need a Winning Name, a suitable name that connects with your target customers and off course that fits with your vision, mission and goals of the business or start up.  Remember, connecting business with your customers is very important. No customer, no business. Right? এই কারণে একটি সঠিক নাম নির্বাচন করা খবুই গুরুত্বপূর্ণ। 

আজকে আমরা ৭ টি  বিষয় নিয়ে আলোচনা করবো যা আপনাকে সাহায্য করবে একটি সুন্দর নাম নির্বাচন করার ক্ষেত্রে। In Fact, এই সবগুলো বিষয় মাথায় রেখে আপনি যখন নাম ঠিক করবেন, The name will become a winning name for your business game. 

ব্যবসার নাম নির্বাচনের সময় নিচের বিষয়গুলো ভালো ভাবে বিশ্লেষণ করে কিছু সিদ্ধান্ত  আপনাকে নিতে হবে। সিদ্ধান্তগুলো নোট করে রাখতে হবে। মনে রাখার সুবিধার্থে আমি আপনাদেরকে একটি ফরমুলা দিচ্ছি। Formula টি হল VCCIDLCC.

Formula

VCCIDLCC

Some Facts Before Determining a Wining Business Name:

V-Vision: Determine vision, mission & goals of your business 
C-Customer: Know Your Target Customer
C-Competitor: Research Your Competitors
I-Internet: Conduct a Thorough Internet Search
D-Domain: Domain Availability
LC-Language & Culture: Consider the Language & Cultural Meaning
C-Crowd: You Want to Stand Out of the Crowd

Point 1: Determine Vision, Mission & Goals of Your Business

Don’t just jump on the business. Business operation শুরু করার আগে আপনাকে অবশ্যই vision, mission ও goals ঠিক করতে হবে। Vision, Mission ও Goals আপনাকে সাহায্য করবে একটি Winning Name ঠিক করতে। আপনার ব্যবসা নিয়ে আপনার একটি স্বপ্ন আছে। আপনার স্বপ্নই আপনার জন্য vision হবে। আপনার Vision আপনাকে বলে দিবে আপনি পয়েন্ট A থেকে point B তে যেতে চান। আপনার Mission আপনাকে বলে দিবে পয়েন্ট A থেকে Point B তে আপনি কিভাবে যাবেন। আপনার Short-term & Long-Term Goal আপনাকে বলে দিবে কিভাবে আপনি আপনার Mission সফলভাবে সম্পাদন করবেন। 

আপনি অলরেডি জানেন আপনার ব্যবসার ভিশন কি হবে। যদি না জানেন তাহলে চিন্তা করুন।ব্যবসা নিয়ে আপনার একটা স্বপ্ন আছে। আছে না?  What is your dream? If your dream is big, then having right vision, mission and goals for your business is must. It is especially important for entrepreneur, may not be so important for business man. আমার মতে Entrepreneur ও Business man এর মধ্যে অনেক মিল থাকলেও বেশ কিছু পার্থক্য অবশ্যই আছে। Vision, Mission & Goals খুব বেশী গুরুত্ব পূর্ণ Entrepreneur দের জন্য। You are working on new idea and who knows, your idea may become very big in future. আমাদের দেশে এরকম অনেক উদাহরণ আছে, যেমন, 10 Minutes School, পাঠাও, সহজ, ট্রাক লাগবে? Bdjobs.com, Paperfly, Daraz, Bkash, PandaMart, Sadeeq Agro, Shahi Bekari, Mithaiwala, etc. 

Point 2: Target Your Customers

Target Customer আপনাকে নাম নির্বাচনের ব্যাপারে সাহায্য করবে। If you really care about your customer, then you always try to choose such name that will be loved by your customers. Target Customer নাম নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ। If they don’t like your name, then they may not become loyal customer to your business in future. 

আপনার potential customers কারা হবে? কি ধরনের Customer আপনার পণ্য কিনবে? Analyze your target customers as much as possible. তাদের Age Group কি? তাদের Cultural Values কিরকম?  তাঁরা কি পছন্দ অথবা অপছন্দ করে? তাঁরা কি ধরনের নাম পছন্দ করবে? আপনার ব্যবসার Market Positioning কিরকম হবে? Focus on your position in the market. আপনি Customer দেরকে কি ধরনের Marketing Message দিতে চাচ্ছেন? আপনি যে নামটি ঠিক করলেন সেটা কি Customer কে Connect করবে? The most important question is does it resonate with your customer? Customer Connection is very important. আপনাকে এমন একটা নাম নির্বাচন করতে হবে that makes customers feel good. আপনার Target Customer যদি স্টিল ক্রেতা হয়, তাহলে আপনার  কোম্পানির নাম Google হলে কেমন হবে? ভালো হবে? I don’t think so.  

আপনার ব্যবসার ধরন যেটাই হোক, আপনার পণ্য যেটাই হোক, আপনাকে Customer Value তৈরি করতে হবে।আপনি আপনার Customer এর জন্য যত বেশী Value তৈরি করতে পারবেন, আপনার সফল হবার সম্ভাবনা তত বেড়ে যাবে। Customer Value মানে কি? আপনি Customer কে যত বেশী সাহায্য করতে পারবেন, তাঁরা যত বেশী লাভবান হতে পারবে আপনার ব্যবসার মাধ্যমে,  তত বেশী Customer Value তৈরি হবে। বাংলাদেশে করোনা কালীন সময়ে Facebook ভিত্তিক ক্ষুদ্র প্রতিষ্ঠান ও e-commerce প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই দুর্দান্ত ব্যবসা করেছে। এই প্রতিষ্ঠানগুলো Huge Customer Value তৈরি করেছিল। রান্না করা খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা Customer দের ঘরের দরজায় দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দিয়েছে। Mobile Banking, Online Banking ও Internet সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতার করে Customer Value Create করেছে। ফলাফল স্বরূপ এইসব প্রতিষ্ঠানগুলো  দুর্দান্ত Revenue Generate করেছে। Customer কে আপনি যত বেশী সাহায্য করতে পারবেন, সে আপনাকে তত বেশী ব্যবসা দিবে। অন্য আরেকটি উদাহরণ দেই। করোনা কালীন সময়ে শীর্ষ বেসরকারি University গুলো বাদে বেশিরভাগ Private University ছাত্র সংকটে পড়ে যায়। মার্কেটে টিকে থাকাটাই অনেকের জন্য রীতিমত Challenging ছিল। দীর্ঘ সময় এইসব সংগ্রামী বিশ্ববিদ্যালয় গুলো ছাত্র পাইনি। অন্যদিকে, শীর্ষ বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংকট ছিল না। তাদের Revenue Generation কমেনি করোনার কারণে। মহামারি শুরু হবার আগ পর্যন্ত শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো ক্রমাগত ভাবে Customer Value তৈরি করেছে। অপরদিকে সংগ্রামী বিশ্বাবিদ্যালয়গুলো Customer Value তৈরি করার ব্যপারে ছিল উদাসীন। They were almost least bothered about their students. 

Anyway, your business name will be the starting point for creating customer value for your target customers. এই কারণে আপনি কি ধরনের কাস্টমার টার্গেট করবেন তা আপনাকে এখনি ঠিক করতে হবে। Customer এর ধরন মাথায় রেখে নাম নির্বাচন করতে হবে। 

Point 3: Research Your Competitors

আপনার Competitor এর নাম Copy করতে যাবেন না। বাংলাদেশে ব্যবসার নাম কপি করা খুব Common একটা ব্যাপার। আমি আপনাদেরকে অনেক উদাহরণ দিতে পারি। কিন্তু এখানে তাদের নাম উচ্চারণ করাটা ঠিক হবে না। I don’t intend to hurt any business or company.  Please don’t copy your competitor’s name. আপনার ব্যবসার নাম অরিজিনাল হতে হবে, Then the original name will create a sense of trust and reliability. This is important for connecting your business with target customers. 

Stay away from  imitation of names. আপনাকে আপনার Competitor থেকে কিছুটা হলেও Different হতে হবে। Differentiation is must. আপনি যদি Competitor থেকে Different না হন, তাহলে আপনার Customer আপনার পণ্য অথবা সেবা কেন কিনবে? So, to distinguish your business from existing business, your first job is not to copy their name in anyway. 

আপনার ব্যবসার ধরন যেরকমই হোক না কেন, আপনার কম বেশ কিছু Competitor অবশ্যই আছে। Even if you are working on new ideas, you still have competitors. Direct or indirect competitors. Apple যখন আইপড (iPod) মার্কেটে নিয়ে আসল ২০০১ সালের ২৩শে অক্টোবরে, তখন মার্কেটে বেশ কয়েকটি Strong Competitor ছিল। অ্যাপল ৪৫০ মিলিওন আইপড বিক্রি করেছে বিগত ২১ বছরে। That’s a huge number. ক্রেডিট কার্ডের থেকেও ছোট্ট সাদা রঙের আইপডে ১০০০ গান Store করা যেতো। 5GB storage with iTune – iPod was a new idea in the market. মার্কেটে আরও বড় বড় কোম্পানি ছিল যারা অনেক আগে থেকেই MP3 Player বিক্রি করছিল। যেমন, Sony Walkman, MPMAN F10, Archos Jukebox Series, Creative Zen, Microsoft Zune, SanDisk slotMusic Player, etc. Apple যদি মার্কেটে existing MP3 player এর নাম কম বেশ কপি করত, তাহলে iPOD দিয়ে এত বিশাল সফলতা পেত বলে আমার মনে হয় না। 

Ubar, Pathao, Shohoj, Ovai এদের ব্যবসার ধরন কম বেশ একই রকম। এরা এক জন আরেকজনের Competitor হওয়া সত্ত্বেও নাম নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট বুধিমত্তার পরিচয় দিয়েছে। এরা সবাই কম বেশ সফল। 

Okay, let’s go to the point. আপনার ব্যবসার নাম কোনভাবেই যেন Competitor এর নামের সাথে খুব বেশী মিলে না যায়। Not too similar to any competitors. Avoid too similar name to an existing business। ভবিষ্যতের কথা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। Focus on future. 

Point 4: Conduct a Thorough Internet Search

আপনার পছন্দের নামটি ইন্টারনেটে Search করুন। অনেক ক্ষেত্রেই আপনি হয়তো দেখবেন আপনার নামে ব্যবসা আছে। তবে আপনার ব্যবসা প্রাথমিক ভাবে proprietorship হলে আপনি হয়তো লিগ্যাল ঝামেলা ছাড়া ব্যবসা করতে পারবেন। কিন্তু পরবর্তী কালে, যখন লিমিটেড কোম্পানি করবেন তখন বড়সড় ঝামেল হবে। আপনি কোম্পানি ফর্ম  করতে পারবেন না। ভবিষ্যতের ঝামেলা এড়াতে আপনি Registrar of Joint Companies and Farm (যৌথ মূলধ্বনি ও ফার্মসমূহের পরিদপ্তর) এর ওয়েবসাইট ভিসিট করতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা এখানে দিয়ে দেয়া হল ( https://roc.gov.bd/) এখান থেকে আপনি অনায়াসে আপনার ঠিক করা নামটি চেক করে নিতে পারবেন। আপনি নিজে যদি না পারেন, তাহলে অনেক ব্রোকার আছে যারা আপনার হয়ে কাজটি করে দিবে। 

Point 5: Domain Availability  

এখন কম বেশ সব ধরনের ব্যবসারই একটা ওয়েবসাইট থাকে। যদিও ওয়েবসাইট আপনাকে ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে খুব একটা সাহায্য করবে না যদি না আপনার ব্যবসা e-commerce না হয়ে থাকে। অনেক কোম্পানি তাঁর নিজস্ব একটা ওয়েবসাইট থাকাটা Status Symbol হিসাবে দেখে। ওয়েবসাইটের মাধ্যমে Sales Generate না হলেও it creates some kind of awareness of your business. আপনি যদি মনে করেন আপনার একটা ওয়েবসাইট থাকা প্রয়োজন মার্কেটে Awareness Create করার জন্য, সেক্ষেত্রে আপনার অবশ্যই Domain Availability চেক করা উচিত।

Don’t waste your valuable time at initial level of your business if website does not generate sales or revenue for your business. 

ওয়েবসাইটের মাধ্যমে পণ্য বিক্রি করার পরিকল্পনা না থাকলে ওয়েবসাইট আপানার জন্য খুব বেশী গুরুত্বপূর্ণ নয়। But who knows, you may start to sell your product through website in future. তখন সমস্যা হবে যদি আপনার নামের সাথে ম্যাচ করে এরকম ডোমেইন না পাওয়া যায়। সুতরাং Domain Availability অবশ্যই চেক করা উচিত। এর জন্য আপনি বাংলাদেশী অনেকগুলো প্রতিষ্ঠান আছে যাদের সাহায্য নিতে পারেন। Domain Hosting Bangladesh লিখে গুগলে search দিলে অনেক প্রতিষ্ঠানের নাম আপনি পেয়ে যাবেন। For example, you can try webhostbd.com (https://www.webhostbd.com/)।  আপনার পছন্দের নামটির জন্য ডোমেইন search করুন।এরা অন্যদের তুলনায় কম চার্জ করে। আপনি নিচের ডোমেইন কোম্পানিগুলো চেক করে দেখতে পারেন।

Best Web Host Companies In Bangladesh (according to Google):

  • Exonhost
  • Hostinger
  • Hostever
  • Hosting Bangladesh
  • Web Host BD
  • My Light Host
  • HostMight
  • Eicra
  • Dhaka Web Host
  • CentrioHost
  • Eyhost
  • Zhost

এছাড়াও আপনার উচিত হবে ফেইসবুক, Instagram, ও অন্য Social Media গুলো চেক করে দেখা যে আপনার নামে অন্য ব্যবসা already আছে কিনা। 

Point 6: Consider the Language & Cultural Meanings

নাম নির্বাচনের ক্ষেত্রে আমরা সাধারণত ইংলিশ ভাষাকে বেশী গুরুত্ব দেই। আমি নিজেও দেই। যেমন আমার একটা ব্যবসার নাম Singair Poultry. Singair শব্দটা বাংলা। এটি মানিকগঞ্জের একটা এলাকার নাম। Poultry শব্দটা আমি বাংলা করতে চাইনি। Singair Protien আমার আরেকটি ব্যবসার নাম। English ও Bangla ভাষার সমন্বয়ে করা হয়েছে। আমার আরেকটা ব্যবসার নাম SP Soft Ltd. পুরোটাই ইংলিশে। আমার Training Centre এর নাম Purple Business. এটাও ইংলিশে। তার মানে বোঝা যাচ্ছে ইংলিশ ভাষার প্রতি আমার একটা দুর্বলতা আছে।আমার মত এরকম অনেকেই আছেন যাদের ইংলিশ নামের প্রতি অসম্ভব দুর্বলতা রয়েছে।  

আবার অনেকে আছেন যারা আরবি নাম দিতে চান। এখানে হয়তো ধর্মীয় একটা ব্যপার কাজ করে। যেমন Sadeeq Agro. সাদিক শব্দটা আরবি এবং এর অর্থ হল সৎ অথবা সত্যবাদী। নাম নির্বাচনের ক্ষেত্রে শহর কেন্দ্রিক ব্যবসায়ীরা ইংলিশ কে বেশী প্রাধান্য দিলেও আরবি ও বাংলা নামও আজকাল যথেষ্ট জনপ্রিয় হচ্ছে। 

জনপ্রিয় বাংলা নামঃ 

AjkerDeal, Chaldal, Shwapno, Meenabazar, Boshundhara, Grameen Phone, Grameen Bank, Prothom alo, Karnafuli Group, Meghna Group, Pragoti, Radio Furti, etc. 

জনপ্রিয় আরবি নামঃ

Manarat University, Al Amar Lebanese Cuisine, Al-Arafah Islami Bank, Ha-Meem Group, etc. 

আপনাদের মনে রাখতে হবে এই প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই Backed by other companies or huge financial support. কিছু প্রতিষ্ঠান ছোট থেকে বড় হয়েছে। যেমন, চালডাল, মেঘনা গ্রুপ অথবা বসুন্ধরা  গ্রুপ। Group of Companies অথবা যেসব কোম্পানির huge financial support আছে তাঁরা নাম নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারে।তাদের নাম Winning না হলেও তাঁরা বিজ্ঞাপনের পেছনে অনেক টাকা খরচ করতে পারে। They can buy TV commercials.  কিন্তু একটি স্টার্ট আপের জন্য নাম নিয়ে এক্সপেরিমেন্ট করাটা বুদ্ধিমানের কাজ হবে না। Start Up অথবা ছোট ব্যবসাকে Modern Marketing অনুসরণ করতে হবে। Traditional Marketing is not for you. 

You must be careful with the meaning of your name. ইংরেজি অনেক শব্দ আছে যেগুলোর অর্থ অন্য ভাষাতে সম্পূর্ণ উলটো অর্থ বহন করে অথবা খুব বাজে অর্থ বহন করে। If you plan to conduct business internationally, then you must be careful with the meaning of English name. যেমন 

  • Cookie – English – Biscuit | Hungarian – Small Penis
  • Salsa – English – Dip | Japanese – Diarrhea
  • Gift – English – Present | Germany – Poison
  • Peach – English – Fruit | Turkish – Illegitimate child
  • Kiss – English – touch with Lips | Swedish – Urine

Readers Digest এর ওয়েবসাইটে (https://www.rd.com/list/english-words-meanings-other-languages/)  এরকম আরও ইংলিশ শব্দ পাবেন যেগুলোর অর্থ অন্য ভাষাতে Negative অথবা অন্যরকম। 

জাপানিস গাড়ী Mitsubishi Pajero নামের সাথে আমরা কম বেশ সবাই পরিচিত। Pajero শব্দের অর্থ Spanish ভাষাতে vulgar, Jerk or a person who masturbates. Pajero শব্দের অর্থ Spanish ভাষাতে অত্যন্ত বাজে অর্থ বহন করে, তাই না? এই জন্য Pajero গাড়ীটি North America, Spain ও Latin America তে Montero নামে launch করা হয়। এরকম অনেক উদাহরণ দেয়া যেতে পারে। 

বাংলায়  এমন কোন শব্দ ব্যবহার করা ঠিক হবে না যার অর্থ অন্য জেলাতে ভিন্ন অর্থ অথবা নেগাতিভ অর্থ বহন করে। আরবির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আরবির ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখা প্রয়োজন যে আমরা অধিকাংশই আরবি পড়তে পারলেও, বুঝি না। আরবি শব্দের অর্থ আমাদের অজানা হবার কারণে আপনার নির্বাচিত নাম অধিকাংশ  Customer

বুঝতে পারবে না। ফলশ্রুতিতে Customer Connection স্থাপন করা Difficult হয়ে যেতে পারে। মুল কথা হল, যেই নামই ঠিক করা হোক না কেন, সেটা যেন আমাদের সংস্কৃতির বিরুদ্ধে না যায় and connects with your customers. Let me tell you again, connecting business with your customer is very important. আপনি নাম নির্বাচনের ক্ষেত্রে যেই ভাষাই ব্যবহার করুন না কেন, আপনার target customer যেন সেটা গ্রহণ করে সেদিকে খেয়াল রাখতে হবে। 

Point 7: You Want to Stand Out of the Crowd

আপনার ব্যবসার নামটি যেন কিছুটা হলেও ব্যতিক্রমী হয়। Be careful, unique করতে যেয়ে উপরের শর্তগুলো ভুলে গেলে চলবে না। সবাই তাঁর ব্যবসার নাম unique করতে চায়। এটাই স্বাভাবিক। আপনার নামটা যেন Boring না হয়। It will be certainly unique, but at the same time not boring. We come across thousands of names every day. And we are bored with all names, all business, all advertisement. Most of them are boring. এমন একটা নাম ঠিক করুন যেটা শুনলেই যেন ভালো লাগে। The name that creates some kind of positive energy and inner happiness. এমন একটা নাম ঠিক করুন যেটা একধরনের Excitement, Comfort  অথবা Positive Emotion তৈরি করে। Create a name that makes your customer to seek services from your company. 

Only then you will be able to stand out of the crowd. 

Summary

ব্যবসার নাম ঠিক করার আগে কি কি বিষয় জেনে রাখা ভালো তা নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করেছি। VCCIDLCC ফর্মুলার মাধ্যমে ৭ টি বিষয় নিয়ে আলোচনা করেছি। আসুন VCCIDLCC Formula টি summarize করি। 

আমাদেরকে এমন একটি নাম ঠিক করতে হবে যেটি সংক্ষিপ্ত ও catchy হবে, Positive Energy তৈরি করবে, Customer এর সাথে Emotional Connection তৈরি করবে, ব্যবসার Vision, Mission, এবং Goal এর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, Target Customer নামটি পছন্দ করবে, Existing Competitor এর নামের সাথে কোনভাবেই মিল থাকবে না, Registrar of Joint Companies and Farm এ  সার্চ দিয়ে দেখতে হবে আপনার পছন্দক্রীত নামে অন্য কোন কোম্পানি আছে কিনা, সার্চ দিয়ে দেখতে হবে Domain Name Available  আছে কিনা, আমাদের সংস্কৃতির সাথে নামটি অসামঞ্জস্যপূর্ণ হবে না, এবং নামটি হবে সব মিলিয়ে Unique, Purple অথবা Remarkable, so your business name can stand out of the crowd. 

Request to Readers

বিদায় নেবার আগে আপনাদের সবাইকে অণুরোধ করছি রাস্তায় গাড়ী অথবা মোটর সাইকেল চালানোর সময় বিনা কারণে হর্ন বাজাবেননা। আপনার গাড়ীর ড্রাইভারকে বলুন বিনা কারণে হর্ন না বাজানর জন্য। আমি নিজে গাড়ী ও মোটর সাইকেল চালাই। আমি নিশ্চয়তার সাথে বলতে পারি Emergency ছাড়া হর্ন না বাজিয়েও গাড়ী ও মোটর সাইকেল চালানো সম্ভব। আপনার আশে পাশের মানুষের প্রতি একটু সদয় হন। হর্নের বিকট আওয়াজ মানুষের শারীরিক ও মানুষিক অনেক ক্ষতি করে দেয়। আপনার দ্বারা অন্য কারো সামান্য ক্ষতি হলেও আপনি আল্লাহর কাছে একজন জুলুমকারী হিসাবে বিবেচিত হবেন। এবং আল্লাহ জুলুমকারীদেরকে পছন্দ করেননা। 

আল্লাহ সুরা ইমরানের ১৪০ নম্বর আয়াতে বলেছেন “আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালবাসেন না। আল্লাহ সুরা আল-মুমতাহিনার ৮ নম্বর আয়াতে আরও বলেছেন “নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে ভালবাসেন”।