আমাদের সম্পর্কে

Purple Business Academy (PBA) বাংলাদেশের ছোট ব্যবসায়ীদের ক্ষমতায়নের জন্য নিবেদিত। আমরা ছোট ব্যবসার মালিকদের জন্য উদ্যোক্তা, নেতৃত্ব, এবং ব্যবস্থাপনার জ্ঞানের ঘাটতি দূর করতে চাই, সেই সঙ্গে ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক, সাশ্রয়ী এবং সহজলভ্য শিক্ষার ব্যবস্থা প্রদান করি।

পার্পল রেভল্যুশনে যোগ দিন

এর লক্ষ্য ও উদ্দেশ্যের মাধ্যমে পার্পল বিজনেস একাডেমি বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছে এক রূপান্তরমূলক যাত্রায় অংশ নিতে। শেখা, প্রয়োগ এবং উন্নতির ধারায় পার্পল বিজনেস একাডেমির সঙ্গে যুক্ত হয়ে উদ্যোক্তারা কেবল আর্থিক স্বাধীনতাই অর্জন করবেন না, বরং আধুনিক ব্যবসা জগতের জটিলতা আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করার সক্ষমতাও গড়ে তুলবেন।

আমাদের উদ্দেশ্যসমূহ

সহজলভ্য শিক্ষা: বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের নির্দিষ্ট প্রয়োজন ও চ্যালেঞ্জ—যেমন ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট—সমাধানে সহায়ক সাশ্রয়ী ও সহজে পাওয়া যায় এমন অনলাইন কোর্স প্রদান করা।

প্রায়োগিক শিক্ষা: এমন ব্যবহারিক ও কার্যকরী কৌশল ও টুল প্রদান করা, যা ক্ষুদ্র ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে প্রয়োগ করে তাদের অনলাইন উপস্থিতি বৃদ্ধি, কাস্টমার আকর্ষণ এবং বিক্রি বাড়াতে পারবেন।

কমিউনিটি সম্পৃক্ততা: একটি সহযোগিতামূলক অনলাইন শিক্ষাগ্রুপ (Facebook Group) তৈরি করা, যেখানে উদ্যোক্তারা একে অপরের সঙ্গে সংযুক্ত হতে পারবেন, অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবেন এবং পারস্পরিক শেখার মাধ্যমে একটি সমর্থনমূলক ও সহযোগিতামূলক নেটওয়ার্ক গড়ে তুলবেন।

সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা: কোর্সের কনটেন্ট ও উদাহরণগুলোকে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক ও বাস্তবসম্মত রাখা—স্থানীয় বাজারের গতিশীলতা, গ্রাহকের আচরণ, এবং নীতিনির্ধারণী পরিবেশ বিবেচনায় রেখে।

নিরবচ্ছিন্ন উন্নয়ন: অংশগ্রহণকারীদের মতামত, শিল্পের নতুন ধারা এবং উদীয়মান প্রযুক্তির ভিত্তিতে নিয়মিতভাবে কোর্সের বিষয়বস্তু আপডেট ও উন্নত করা, যেন তা সর্বদা প্রাসঙ্গিক ও কার্যকর থাকে।

পরিমাপযোগ্য প্রভাব: আমাদের কোর্সগুলোর কার্যকারিতা পরিমাপের জন্য Facebook অ্যানালিটিকস, ব্যবসার বৃদ্ধি, রাজস্ব উৎপাদন, এবং গ্রাহক সন্তুষ্টি ইত্যাদি সূচক ব্যবহার করা—এবং এই তথ্যের ভিত্তিতে প্রোগ্রামগুলো আরও উন্নত ও কার্যকর করা।

কেন আমরা আপনার সাফল্যের ব্যাপারে এত যত্নশীল?

আপনার স্বপ্ন শুধু একটা ব্যবসা শুরু করা নয়এটা আপনার জীবনের একটি নতুন অধ্যায়। আমরা জানি, অনেক সময় এই পথটা একা হাঁটা খুব কঠিন হতে পারে। কিন্তু বিশ্বাস করুন, আমরা আপনার পাশে আছি, প্রতিটি ধাপে।

আমরা এখানে আছি কারণ আমরা শুধু কোর্স বিক্রি করি না, আমরা আপনার জীবনের পরিবর্তন দেখতে চাই। মনে করুন, একদিন আপনি নিজের পরিশ্রমের ফসল হিসেবে একটি ছোট ব্যবসার মালিক। সেই ব্যবসা থেকে আপনি নিজের পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা দিতে পারেন। আপনার কষ্টের টাকা দিয়ে আপনার সন্তানদের স্বপ্ন পূরণ করতে পারেন। সেই আনন্দটা কল্পনাও করতে পারেন? আমরা সেই আনন্দের অংশ হতে চাই।

আমাদের জন্য আপনার সাফল্য মানে কেবল আর্থিক লাভ নয়, এটা হলো আপনার জীবনে আত্মবিশ্বাসের উদয়, আপনার স্বপ্নের বাস্তবায়ন, এবং আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন। সেই জন্য আমরা আপনাকে শুধু বইকলম দিয়ে শেখাই না, বরং বাস্তবের সুখ দুঃখের  গল্প শোনাই, যেখানে আপনি নিজেই প্রধান চরিত্র।

আমরা প্রতিটি লেসনে সর্বোচ্চ মানের শেখার উপকরণ দিয়ে সাজাই, যেন আপনার শেখার যাত্রা সহজ, স্পষ্ট ফলপ্রসূ হয়। আর যদি কোথাও আটকে যান, আমরা আপনার জন্য ব্যক্তিগত সাপোর্ট রাখি, যেন আপনার প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। বাস্তবমুখী কৌশলগুলো আপনার হাতে তুলে দেওয়া হয়, যা আপনি অবিলম্বে ব্যবহার করে নিজের ব্যবসায় লাভবান হতে পারবেন।

আমাদের লক্ষ্য হলো, আমরা যেন শুধু আপনার শিক্ষক না থেকে, সঙ্গী হয়ে থাকি। কারণ আমরা জানিআপনার সাফল্যই আমাদের সাফল্য। আপনার প্রতিটি ছোটো বড়ো অর্জনে আমরা আনন্দিত হবো, আপনার প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় পাশে দাঁড়াবো।

আপনার স্বপ্ন পূরণের পথ যেন একাকী না হয়সেই প্রতিশ্রুতিই আমাদের শক্তি। তাই আমরা আপনাকে বলছি, চলুন আমরা একসাথে সেই যাত্রা শুরু করি, যেখানে আপনি হবেন সফল উদ্যোক্তা আর আমরা হবো আপনার বিশ্বস্ত সঙ্গী।

আপনার যাত্রা শুরু হোক আজইআমরা আপনার পাশে আছি।

পার্পল বিজনেস একাডেমীর স্লোগান

SWOT বিশ্লেষণ, লক্ষ্যবস্তু বাজার বিভাজন এবং পার্পল বিজনেসের অনন্য অবস্থান বিবেচনা করার পর আমাদের উপযুক্ত স্লোগান:

Empowering Dreams, Transforming Futures”

Certifications
Google Certified
Microsoft Certified
Apple Certified
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop